প্রথম সর্বজনীন পুজো হিসেবে সিমলা ব্যায়াম সমিতির রয়েছে বর্ণময় ইতিহাস। এর প্রতিষ্ঠাতা বিপ্লবী অতীন্দ্র নাথ বসু যিনি ছিলেন বাঘা যতীন এবং ঋষি অরবিন্দর স্নেহধন্য। তিনিই প্রথম সর্বস্তরের সর্বজনের জন্য এই পুজোর আয়োজন করেন। সমিতির প্রতিষ্ঠা হয় রামনবমীর তিথিতে। নেতাজী সুভাষ চন্দ্র বোস ছিলেন এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং সভাপতির ভূমিকাও পালন করেন।
সেই পুজোর শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত সম্মেলনে(২৯ মার্চ) সমিতির সহকারী সম্পাদক রবীন্দ্রনাথ দাঁ-এর কথায় জানা গেল, সে যুগের মহিলা ও পুরুষ সদস্যদের দেশের স্বাধীনতা সংগ্রামে ছিল বিশেষ ভূমিকা। সেজন্য ইংরেজ সরকার ১৯৩২ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত এই সংগঠনকে বে-আইনি ঘোষণা করেছিল। প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন অচিন্ত্য দাস, রবীন্দ্রনাথ দাঁ, চন্দ্রশেখর প্রামাণিক, কার্যকরী সভাপতি সোহিনী রায়, সোমনাথ দত্ত, যুগ্ম সম্পাদক গোপাল উপাধ্যায়, সুরজিৎ কুণ্ডু ও অন্যান্যরা।
সোহিনী জানালেন, শতবর্ষ উপলক্ষে সমিতির বর্ষব্যাপী কর্মসূচির কথা। যার সূচনা হবে আগামী ৬ এপ্রিল সমিতির প্রতিষ্ঠা দিবস রামনবমীতে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বর্ণাঢ্য প্রভাতফেরীর মাধ্যমে। এইভাবেই বছরভোর চলতে থাকবে রক্তদান শিবির, রবীন্দ্রজয়ন্তী, হেলথ চেকআপ ক্যাম্প, নানান সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে অংশ নেবেন তন্ময় বোস, মনোজ মুরলী নায়ার, রোহেন বোস, অভিষেক লাহিড়ী, রাঘব চট্টোপাধ্যায় ও আরও অনেকে এবং থাকবে নান্দীকারের নাটক। ২০২৬ সালে পৌষমেলা, নেতাজী জয়ন্তী, সরস্বতী পুজো ও বসন্ত উৎসব পালনে সমাপ্তি শতবর্ষ উৎসবের।