ঋত্বিক ঘটকের প্রাক-জন্মশতবর্ষে জীবনস্মৃতি’র শ্রদ্ধার্ঘ ‘কিনোক্ষ্যাপা ঋত্বিক’

সাল ১৯২৫। পরাধীন, অবিভক্ত বঙ্গের ঢাকা শহরে এক হেমন্ত-দিনে জন্ম নিলেন ঋত্বিককুমার ঘটক।বাকিটুকু আজ ইতিহাস। ঐতিহাসিক কালক্রম মেনেই আজ আমরা সেই অবিস্মরণীয় চলচ্চিত্রপ্রণেতার জন্মশতবর্ষের দ্বারপ্রান্তে উপনীত। এই বিশেষ উপলক্ষটি উদযাপনের জন্য উত্তরপাড়ার জীবনস্মৃতি আর্কাইভ-এর ‘ঋত্বিক আখড়া’ বিভাগের সশ্রদ্ধ নিবেদন একটি সুপরিকল্পিক প্রদর্শনী, যার শিরোনাম ‘কিনোক্ষ্যাপা ঋত্বিক’। দর্শকদের অনুরোধকে সম্মান জানিয়ে ৩০ নভেম্বর পর্যন্ত জীবনস্মৃতি আর্কাইভে এই প্রদর্শনীর সময়কাল সম্প্রসারিত হল।

ঋত্বিককুমার ঘটক পরিচালিত মুক্তিপ্রাপ্ত আটটি কাহিনিচিত্রের মূল চলচ্চিত্র-পুস্তিকা (FILM-BOOKLET), ঋত্বিক বিষয়ক দুষ্প্রাপ্য পত্র-পত্রিকা, পুস্তিকা এবং গ্রন্থের প্রদর্শনী।বিশেষ আকর্ষণ আর্কাইভ সংরক্ষিত অতি দুষ্প্রাপ্য ‘মেঘে ঢাকা তারা’ চলচ্চিত্রের ফরাসি ভাষার মূল পোস্টার প্রদর্শন।

এই প্রদর্শনীর শুভ সূচনা হয়েছিল ৪ নভেম্বর সোমবার ২০২৪ ঋত্বিকুমার ঘটকের ৯৯তম জন্মজয়ন্তীর দিন বিকেল ৫.৩০ মিনিটে। সূচনায় ছিলেন বিশিষ্ট ঋত্বিক বিশেষজ্ঞ অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, বিশিষ্ট শিল্প ব্যক্তিত্ব হিরণ মিত্র। প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন বিশিষ্ট চলচ্চিত্রগ্রাহক গৌর কর্মকার। যিনি ঋত্বিককুমার ঘটক পরিচালিত কয়েকটি চলচ্চিত্রের সহকারী চিত্রগ্রাহক। বিশেষ এই দিনটিতে গৌর কর্মকারকে তাঁর জীবনব্যাপী নিবিড় চলচ্চিত্র-শিল্প-সাধনার জন্য ‘শতবর্ষে ঋত্বিক স্মরণ’ উপলক্ষে ‘জীবনস্মৃতি সম্মাননা ২০২৪’ দিয়ে বরণ করে নেওয়া হলো। জীবনস্মৃতি’র পক্ষে সম্মাননা জ্ঞাপন করেন আর্কাইভের অভিভাবক হিরণ মিত্র, গোকুল সরকার, গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবুদ্ধ চট্টোপাধ্যায় এবং জীবনস্মৃতি-এর চালিকাশক্তি অণিমা সাহা সরদার। এসরাজ বাদনে ছিলেন রূপকথা সাহা সরদার, মন্ত্রপাঠে নিবেদিতা বিশ্বাস, সুজাতা সাহা, পুষ্পিতা চট্টোপাধ্যায় এবং প্রবন্ধ পাঠে বিয়াস ঘোষ ও সুজাতা সাহা। প্রদর্শনী এবং ‘ঋত্বিক-আখড়া’র ভাবনা এবং রূপায়ণে জীবনস্মৃতি আর্কাইভের কিউরেটর অরিন্দম সাহা সরদার।

70, রাম সীতা ঘাট স্ট্রিট, ভদ্রকালী 712232, হুগলি উত্তরপাড়ার জীবনস্মৃতি আর্কাইভ বহু বিশিষ্ট মানুষের সৃজন ভাণ্ডারের সংরক্ষক। সংস্থার কর্ণধার অরিন্দমা সাহা সরদার তাঁর ব্যক্তিগত উদ্যোগে বহু বিশিষ্ট ব্যক্তিত্বের জীবনের অভিজ্ঞানকে তাঁর আর্কাইভে বন্দি করেছেন। ঋত্বিককুমার ঘটকের জন্যও রয়েছে তাঁদের ‘ঋত্বিক আখড়া’।

১. ঋত্বিককুমার ঘটকের নিজের লেখা এবং তাঁকে নিয়ে লেখা বাংলা এবং অন্যান্য ভাষায় প্রকাশিত দুষ্প্রাপ্য গ্রন্থ এবং পত্র-পত্রিকার মূল এবং ডিজিটাল সংগ্রহ।

২. ঋত্বিককুমার ঘটক পরিচালিত আটটি কাহিনিচিত্রের মূল ও ডিজিটাল বুকলেট, পোস্টার, পত্রিকা-পৃষ্ঠায় ছাপা বিজ্ঞাপন ও ঋত্বিক সংক্রান্ত সংবাদপত্র-কর্তিকা।

৩. ঋত্বিক পরিচালিত কাহিনিচিত্র, তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্যের সিনেমা এবং তাঁকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের ডিজিটাল সংগ্রহ। এই সূত্রে বিশেষভাবে উল্লেখ্য, হিরণ মিত্রের ভাবনায় ঋত্বিক ঘটকের প্রতিটি কাহিনিচিত্রের শিল্পরূপ এবং তাঁর তুলিতে ঋত্বিকের একটি বিশেষ প্রতিকৃতি এই সংগ্রহশালার এক অমূল্য সম্পদ।

৪. ঋত্বিক বিষয়ক বিভিন্ন গবেষক এবং চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভিডিও সাক্ষাৎকারের একটি সংগ্রহের কাজও ইতোমধ্যে শুরু করা হয়েছে। এই অংশে রয়েছে ২০০৭ সালে অরিন্দম সাহা সরদারের নেওয়া সুরমা ঘটকের একটি দীর্ঘ অডিও সাক্ষাৎকার।

বামদিক থেকে হিরণ মিত্র, গৌর কর্মকার, সঞ্জয় মুখোপাধ্যায় এবং অরিন্দম সাহা সরদার (দাঁড়িয়ে)