গদাই চালে চলছি মোরা
সাবেক কালের পথে-
ঠুলি বাঁধা কলুর বলদ মত,
ভাবনা নাহি চিন্তা নাহি
চলছি কোনোমতে-
সইছি পিঠে পাঁচনবাড়ি যত।
পরের লাগি সর্ষে পিষি
ঘরের ঘানি টেনে,
পরের পায়ে ঢালছি খালি তেল-
মোদের ঘরের গাছের থেকে
নিত্যি পেড়ে আনি
মোদের মাথায় ভাঙছে কাঁঠাল বেল।
বাঁধা পথের চাকার দাগে
ভাবের চাপে চলি
অলসভাবে মিট্ মিটিয়ে চাহি-
খুশীর আঘাত সইছি পিঠে-
লেজুড়ও দেয় মলি
সখের বলদ-জীবন সুখেই বহি।
আহার পেটের জুটছে না আজ
নেই ক’ ক্ষতি মোটে,
খেয়েছি কবে সেইটি আছে মনে-
আঁধার গোয়াল-ঘরে সবে
বসিয়া এক জোটে
মিটাই ক্ষুধা স্মৃতির রোমন্থনে।
কবিতাটি সজনীকান্ত দাসের ‘বঙ্গরণভূমে’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হল। 1962 সালের 11 ফেব্রুয়ারি প্রয়াত হন সজনীকান্ত দাস। তাঁর মৃত্যুদিনকে স্মরণে রেখে কবিতাটি পুনঃপ্রকাশিত হল।