বাঙালি মুসলমানরাও যে উচ্চমানের বংলা লিখতে পারে, তার প্রমাণ দেন কাজী নজরুল ও মুজফ্ফর আহমদ ‘নবযুগ’ পত্রিকায়৷ কিন্তু বেশিদিন সেটা চলেনি৷ রাজরোষে পড়ে বন্ধ হয়ে যায়৷ কিন্তু কাজী নজরুল বসে থাকার মানুষ নয়৷ ১৯২২ সালে প্রকাশ করলেন ‘ধূমকেতু’৷ রবীন্দ্রনাথকে আশীর্বাদ পাঠাবার অনুরোধ করলেন৷ একটু দেরিতে হলেও কবি আশীর্বাদ পাঠালেন ছোট কবিতা দিয়ে৷ পত্রিকায় সেটি প্রথম ছাপা হল৷
