উড়িয়ে দাও নিঃসীমে

চৈত্র শেষের ঝরা পাতা,
মিহিধুলো অভিমান নিয়ে,
মিশে যেতে চেয়েছিল, তোমার নিঃশ্বাসে– বর্ষপঞ্জির শেষ পাতা অপেক্ষায় ছিল
কখন তুমি সাজাবে নতুন বেশে।
মঙ্গল ঘটে ভরা ছিল
বর্ষ বিদায়ের অশ্রুজল, তোমারই
চরণপাতে উপুড় হবে বলে —
তোমাকেই বরণ করতে
কনকচাপা রেখেছিল আলো জ্বেলে।

অবশেষে তুমি এলে,
হাসি, গানে, কলতানে —
শুধু জানালে, কিছুই নেবে না,
সবকিছু উড়িয়ে দেবে শূন্যে।

তাই, তোমার তাপস নিঃশ্বাসে
নিমেষে উড়ে গেল যত
খড়কুটো অভিমান —
দমকা হাওয়ায় খসে গেল
উপেক্ষার জীর্ণ পরিধান।
প্রখর দহনে বাষ্প হয়ে গেল
  আটকে থাকা নীরবিন্দু
আবেগী চোখের তারাতে —
স্মৃতির ধুলো, সম্পর্কের ঝরাপাতা
সব উড়ে গেল, বৈশাখী ঝড়েতে।

বৈশাখ, তুমিই তো শিখিয়ে দিলে
নিঃসীমে সব উড়িয়ে দিতে,
শূন্য হতে,রিক্ত হতে —
পূর্ণ হতে পূর্ণতাতে।