বিদ্রোহী কবি

তোমার গান শুনতে শ্যামা আজও আসেন নেমে–
লেখায় তোমার জাত ধুয়ে যায়, বজ্জাতি যায় থেমে।
কোন বাংলার কবি তুমি,তাই নিয়ে হয় ধন্ধ–
লেখনী তোমার ফোটায় রক্ত, তাতে বিপ্লবী গন্ধ।
তুমিই ছিলে তারাখ্যাপা, ছিলে মুয়াজ্জিন।
বিপ্লব দিয়ে শুধেছ তুমি, দেশ মায়ের ঋণ।
বাংলা গজল সৃষ্টি তোমার, আঘাত জীবনভরা,
শোক আঘাতে দুই কুড়িতে, নেমেছে অকাল জরা।
“এক বৃন্তে দুটি” কুসুম, মুসলমান ও হিন্দু–
মুক্তমনের আকাশে তুমি, উজ্জ্বল আলোর বিন্দু।
ভাঙারগান, ধূমকেতু, শ্রীঘরে তোমার সৃষ্টি,
“শ্মশানে জাগিছে শ্যামা” তোমার গভীর দৃষ্টি।
বিদ্বেষ আজ দুই কুসুমে, বাড়ছে স্বাধীন দেশে–
ঘৃণার পাখি বাঁধছে বাসা, জয়ী বিদ্বেষ শেষে।
হাওয়ায় ভেসে যাচ্ছে বিবেক, বাড়ছে মনের ভুল,
বিপদের স্রোত থামিয়ে হৃদয়ে, জেগে ওঠো নজরুল।