Satyajit Ray Quiz 'Ekhon Satyajit'

রে কুইজ-এ ‘এখন সত্যজিৎ’

এখন সত্যজিৎ পত্রিকাটি দীর্ঘদিন সত্যজিৎ রায় স্মরণের আয়োজন করে থাকে বিভিন্ন সৃজনশীল ভাবনার মধ্য দিয়ে। গত ২৪ মে, নন্দন থ্রি প্রেক্ষাগৃহে পত্রিকাটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সত্যজিৎ স্মরণের। 

সত্যজিৎ রায়ের সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রের পাঠ নেওয়া যায়। সত্যজিৎ রায় মানেই সিনেমাবোদ্ধাদের মগজাস্ত্রে শান দেওয়া। তীক্ষ্ণ পর্যবেক্ষণে নিজের অবচেতনেই ফেলুদা হয়ে ওঠা। কিংবা প্রোফেসর শঙ্কুর কাণ্ড কারখানায় কল্প বিজ্ঞানের লোকে বিচরণ। আর সত্যজিৎ রাযকে নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের থোড় বড়ি খাড়ার জীবনে সেরিব্রাল হয়ে ওঠার একটা সুয়োগ। সেই সুযোগটাই করে দিয়েছিলেন এখন সত্যজিৎ পত্রিকার সম্পাদক সোমনাথ রায়। তাঁর উদ্ভাবিত রে কুইজ –এর মাধ্যমে।

২০০২ সাল থেকেই অতিমারির সময় ছাড়া ধারাবাহিকভাবে এখন সত্যজিৎ পত্রিকার সম্পাদকের ভাবনায় ও রূপায়ণে রে কুইজ পরিচালিত হয়ে আসছে। এই শহরের মানুষ যে এই রে কুইজের জন্য অপেক্ষা করে থাকে অধীর আগ্রহে তা বোঝা গেল গত ২৪ মে-এর অনুষ্ঠান দেখে। এদিন সংবর্ধনা দেওয়া হয়েছিল অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে। জন অরণ্য সিনেমার পঞ্চাশে পা রাখাকে স্মরণীয় করতে ছবিটি নিয়ে আলোচনা করেন শেখর দাস। উপস্থিত ছিলেন সন্দীপ রায়, বরুণ চন্দ, অলকানন্দা রায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্টজন।