পোস্ট ভিউ: 198
আমার মৃত্যুর পরে আমাকে জ্বালিয়ে দেবে না।এই প্রিয় চিরচেনা পৃথিবীর বুকের ভিতরে রেখে দিয়ো, পুড়িয়ে দিয়ো না।এই মাটি থেকে গাছ হয়ে জন্মাবো আবার।বৃক্ষ হয়ে রস নেব, প্রাণ নেব মাটির গভীর থেকে, আকাশের দিকে ডালপালা বিস্তার করে দেবো।ফুল হয়ে ফুটে উঠবো কুসুম প্রস্তাবে।ফল হয়ে নুয়ে পড়বো মাটির শরীরে।আমাকে পুড়িয়ে দেবে না, দাহ তো করবে না।দাহ হয়ে, ছাই হয়ে, যাবো না আমি।মাটির সঙ্গে মিশে যাবো।মাটির মাতৃগর্ভে শুয়ে থাকবো চিরকাঙ্ক্ষিত সন্তানের মতো।মাটির গভীর গর্তে শুয়ে থাকতে দিয়ো, হে মহাকাল।এই চেনা প্রিয় পুরনো পৃথিবীর গায়ে লেগে থাকবো আজীবন।মাটির গভীরে রেখে দিয়ো আমায়।পুড়িয়ে দিও না, বৃক্ষের মতো আমি বেঁচে উঠবো আবার আকাশের দিকে।না, না, পুড়িয়ে ছাই করে দিয়ো না আমায়!মাটির গভীরে শান্ত হয়ে শুয়ে থাকতে দিও গো আমায়!
অঙ্কন : প্রীতম কাঞ্জিলাল