সংগ্রাহক মেঘ বসুJune 16, 2024কবিতা পোস্ট ভিউ: 167 অপমান জড়ো করে রাখি। প্রত্যহ খেয়াল রাখি– সে যেন ছড়িয়ে না পড়ে ধুলোর মতো! অভাব পীড়িত এ জীবনে সে থাক আহত আগুনের মতো! প্রণয়ের হাসি তাহাকে মানায় আমাকে কেবল যেন বুকে টেনে নেয় বাংলা কবিতা।