জনৈক বুদ্ধিজীবীর প্রতি

একদিন সত্যিই ওর বারুদ ছিল
আজ জল পেয়ে কেমন মিইয়ে গেছে
জলের আর এক নাম জীবন
জীবন শিখিয়েছে মানিয়ে নিতে ।

একদিন সত্যিই ওর বারুদ ছিল
আজ কেমন চুপসে গেছে
একটু ঘষলেই ঝরে যাবে সব বারুদ
তখন শুধুই কাঠি
মূল্যহীন আবর্জনা ।

একদিন সত্যিই ওর বারুদ ছিল
অনেক তাজা
সামান্যতেই জ্বলে উঠত দপ্ করে
তুড়ি মেরে উড়িয়ে দিত সব জল
মেঘের ঠিকানায় ।

একদিন ওর ভেতর আগুন ছিল
আজ শুধুই শিরোপা ।