ইলশেগুঁড়ির ইষ্টিশানে একতারাতে টান
কে জাগে আজ? ধানের গোলায় গাইতে শিবের গান…?
কাল ছিল তার, কাল আছে কী? কাল হয়েছেন কাল..
চতুর্ভুজের মাঝখানে নীল-নৌকাতে ঝাঁপতাল…
ভাবনাতে ভাব কতটুকু? কতটা তার খাদ?
অভাব বলি না পেলে সেই চাঁদের গায়ে চাঁদ…
ইলশেগুঁড়ির ধানের শিষে কন্ঠভরা বিষ
একতারাটা এক গরাসেই গিলেছে হদিশ…
পাহাড় থেকে গড়ায় নুড়ি সম্মুখে স্থির চাঁদ…
চাঁদ উঠেছে মগডালে তার পায়ের নীচে খাদ