বাজলো তোমার আলোর বেণু

পিতৃপক্ষের অবসানে, শরতের আকাশে কালো মেঘের আনাগোনায়, সামাজিক অস্থিরতার মধ্যে মা আসছেন। কিন্তু আজ আমরা বড়োই বিপন্ন ও বিষন্ন। সমাজের প্রতিটি স্তরে নারীরা বিকৃত মানসিকতার শিকারে অসহায়।

উজ্জ্বল মেঘ, নির্মল আকাশ, বাতাসে কাশফুলের গন্ধ বারবার মনে করিয়ে দেয় পুজো আসছে। তা সত্ত্বেও কেন এত অস্থিরতা, কেন এত রাজনৈতিক টানাপোড়েন? কেনই বা ধর্ষকদের চোখরাঙানি, যা কলুষিত করছে শরতের নির্মল নীলাকাশ।

মহালয়ার পূণ্য লগ্নে আমরা বিপন্ন আর্ত কন্ঠে বলি মায়ের আগমনেই ঘটুক অশুভ বিনাশ, মর্তে আসুক শান্তি। তুস্নাত আগমনী বার্তায় ভরে উঠুক আমাদের আনন্দময় দিনগুলি।

এই উপলক্ষে মাতৃপ্রতিমার প্রতীক চিহ্নিত ‘শনিবারের চিঠি’র বিভিন্ন বিভাগের বৈচিত্রময় লেখাগুলি আগামী একমাস (৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর, ২০২৪) ১৪৩১ সালে আমাদের শারদ অর্ঘ্য রূপে প্রকাশিত হবে।

সকলে সুস্থ থাকুন, অশুভকে বিনাশ করুন।

আনন্দাদ্ধেব খল্বিমানী ভূতানি জায়ন্তে
আনন্দেন জাতানি জীবন্তি
আনন্দং প্রয়ন্ত্যভিসংবিশন্তি…