কলমের অসিতে

আমার কলম আজ শুধুই আর্তনাদের আখর লেখে
সুখ়যাপনটা হয়েছে মরীচিকা!
দিনকে ঘিরে থাকে কেবলই রাতের কালো,
প্রেমটা কোথাও এক্কেবারে একা

নীল কালি যেন গরল উগরায়
বুকের চাপে দাবানলের আশ্লেষে
ফুটে ওঠে কত আহত মুখের সারি,
মৃত্যু যাদের নিয়েছে ভালোবেসে

কলম চায যে অসি হতে এবার,
দানবজাতির রক্ত পিপাসু হয়ে
দুর্গা মা কি অভয় দিলেন কোথাও?
অস্ত্র দিলেন কলমের কালি বয়ে?