নানা ফুলের মালা

একটি সুতোয় গাঁথা জানি, নানাফুলের মালা

ফুলের গন্ধে আবিষ্ট রই সকাল সন্ধ্যাবেলা

নানা রকম ফুলের মায়ায় আবিষ্ট রই কেন?

ফুলগুলির জীবন কথা নবীন চিত্র যেন!

কতরকম মানুষ এল সারাজীবন জুড়ে

ঠিক মানুষের জন্যে আমরা মরছি ঘুরে ঘুরে,

নানান ফুল, নানান কথা, নানান প্রস্তাবনা

জীবনকে কি সত্যি নাকি এইভাবে যায় চেনা?

নানারঙের ফুল রঙেছে জীবনটাকে ঘিরে

সত্যি জীবন চিনছি নাকি মরছি আমি ফিরে

নানারঙের ফুল ফুটেছে, মালা গাঁথছি আমি,

মালা গাঁথি স্বপ্ন দেখি তুমুল স্বপ্নকামী!

কত মানুষ এল গেল,— সুতোয় বাঁধা আছে,

স্বপ্নপ্রান্তে দিন পড়ে রয় বাস্তবেরই কাছে