ফিরে এসো

জীবন নিয়ে জ্বলতে জ্বলতে
তোমার কথা ভাবতে ভাবতে
যেই না তুমি উঠতে ভেসে মনে
অমনি আকাশ উঠতো হেসে
আলোয় আলোয় শুভ্র বেশে
আসবে কি আর আবার তুমি ফিরে? 

ভাবতে গিয়ে অতল পাথার
ভাসলো তরী অতীত কথার
মনকেমন পবন নাও টানে
বিরল মানুষ বাদল দিনে
চললে কোথায় আপন মনে
শুদ্ধ স্বরূপ আবার এসো ফিরে।