একলা চলো রে

সময় ছিল ভেবেছিলাম

ধরবে কলম এসে

ধরলে কই লুকিয়ে থেকে

নীরব রইলে বসে

আড়াল করে সত্যটাকে

গড়িয়ে যখন দিলে

অবিশ্বাসে সন্ধে এসে

করাল কলুষ ঢালে

মনের থেকে হারিয়ে গেছ

অনেক বছর হলো

কোন মুখেতে বলবে কাকে

একলা তুমি চলো।