ভালো থাকা কতটা সহজ
টান টান চাদরের মতো, না ছুঁলেই হলো
কেই বা প্রশ্ন করে কতটা প্রলয় স্বগত
বেশ চলে কিছুদিন, চুলে নুন মরিচের আভা
কথা তো নিতান্ত কিছু, তারপর
ছিঁড়ে চলে যাওয়া, যেমনটা চিরকাল
ছোটগল্পের শেষ ,আরেকটু হলে ভালো হয়।
অপ্রেম ভালো ছিলো,
তবুও প্রেমের বড় টান
যতটুকু আছে অভিমান।।