কবি দীপান্বিতা সেনের লেখা কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ, গুণীজন সংবর্ধনা দিয়ে উদযাপিত হল ‘গানের ভুবন’ -এর অনুষ্ঠান। গত ২৮ মার্চ, শুক্রবার, সন্ধ্যায় অবনীন্দ্র সভাঘরে।
শুরুতে স্বাগত ভাষণ দিলেন দীপান্বিতা সেন। অনুষ্ঠানের সভাপতি শংকর ঘোষ, প্রধান অতিথি রিনা গিরি এবং দুই বিশিষ্ট অতিথি অভিযান বন্দ্যোপাধ্যায় ও বংশীবদন চট্টোপাধ্যায় কে শুরুতেই সংবর্ধিত করা হল।
তাদের বক্তব্য ছিল প্রাণবন্ত। শংকর ঘোষ দুটি গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে দিলেন। কথায় কবিতায়ও গানে অংশ নিলেন তাপস নাগ, কৌশিক শীল, ডাক্তার অসিতবরন মন্ডল, কুন্তল মজুমদার, বিবেকানন্দ হাজরা, সুহৃদ দাস, অপর্ণা বিশ্বাস, জয়শ্রী ঘোষাল, সুপ্রতিম চক্রবর্তী এবং গানের ভুবনের বিশিষ্ট শিল্পীরা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রকৃতি বন্দ্যোপাধ্যায়।