Bengali Poem karyokaron

কার্যকারণ

কীসের থেকে কখন
কী যে হয়, আগাম
বোঝা যায় না সেকথা,
কেউ ভেবেছে: ধর্ম বিরোধে
হিংসায় জ্বলবে এদেশটা !

কীসের থেকে কী যে
কখন হয়, আগাম
তা জানে না তো কেউ,
কে ভেবেছে পরস্পর হিংসা:
মনে-মনে তুলবে এত ঢেউ!

মারতে হবে-মারতে হবে
চলবে এখন নিত্য মারামারি
কেউ বা এতে বেজায় হবেন তুষ্ট
আঃ, এবার হবে মতের বিভাজন,
ভোটের ব্যাঙ্ক এবার হবে পুষ্ট!

কীসের থেকে কী হয়, কেউ জানে কি তা?

অঘটনে সব মেলাবেন, মেলালেন দেবতা।