Praktani Sanskriti Sambad

প্রাক্তনী’র শরদিন্দু ও শৈলজানন্দ স্মরণ সংস্কৃতি সংবাদ

বঙ্কিমচন্দ্রের কলকাতাস্থ  বাসভবনে “প্রাক্তনী”র অধিবেশন

আগস্ট মাসের প্রথম মঙ্গলবার ৫  আগস্ট দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের “প্রাক্তনী”র অধিবেশন বসেছিল  বঙ্কিমচন্দ্রের কলকাতার বাড়িতে (বর্তমানে যার নাম সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগার, ৫ প্রতাপ চ্যাটার্জি লেন, কলকাতা ১২)। জন্মের ১২৫ বছরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও শৈলজানন্দ মুখোপাধ্যায়কে তাঁরা স্মরণ করলেন। অনুষ্ঠানের সূচনায় বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। প্রাক্তনীর নবনির্বাচিত সভাপতি জাতীয় শিক্ষক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং সহ-সভাপতি হিসেবে অভিযান বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেয়া হয়। দুই সাহিত্যিকের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন দুই বক্তা। প্রাক্তনীর সভ্য সভ্যারা এবং আমন্ত্রিত সদস্যরা কথায় ,গানে ,গল্প পাঠে, শ্রুতি নাটক পরিবেশনে সেই দিনটিকে আকর্ষণীয় করে তুলেছিলেন। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন অপর্ণা বিশ্বাস ,দীপান্বিতা সেন, কৃষ্ণপদ দাস ,যীশু দাস, স্বাগতা পাল, গোপাল দাস, চকিতা চট্টোপাধ্যায়, বিভাস দে ,অভিনব গুপ্ত প্রমুখ। সংস্থার সম্পাদক শঙ্কর ঘোষকেও এই দিন বরণ করা হয়। তিনি সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করলেন ।শোনালেন দুটি অত্যন্ত জনপ্রিয় গান। গ্রন্থাগারের পক্ষ থেকে সভাপতি ভাস্কর ঘোষ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলেন।