Kalpatoru Sri ram Krishna

কল্পতরু উৎসব

রামকৃষ্ণ, তুমি নিজে কল্পতরু হলে।
ভক্তগন তোমাকেই ‘ কৃষ্ণ- কৃষ্ণ’ বলে।।

কাশীপুর উদ্যানবাটী, এখানেই তুমি।
বেছে তুমি নিলে জানি, কল্পতরু ভূমি।।

পয়লা জানুয়ারী, কল্পতরু দিন।
এই দিনে শুদ্ধভাবে পূণ্য করে নিন।।

ভক্তগণ চাইল যা, সব তুমি দিলে।
তাদের ভক্তি তুমি বুকে তুলে নিলে।।

কল্পতরু হল হে, বৃক্ষ এক, মহান।
এর তলে দাঁড়িয়ে রামকৃষ্ণ, সব দিয়ে দেন।।

বিশ্ব জুড়ে আছেন যারা, বেদান্তের পূজারী।
এই দিনে উৎসবে, হন সবে, প্রিয় অনুসারী।।

বেলুড়ে- দক্ষিণেশ্বরে, মহা সমারোহে।
কল্পতরু উৎসব, চলে যুগবাহে।।

১ জানুয়ারী, কল্পতরু উৎসব উপলক্ষে ‘শনিবারের চিঠি’র শ্রদ্ধাঞ্জলি