বিপ্লবী বারীন তুমি, তোমারই কর্মে।
অগ্নিযুগের ধারা ছিল তোমারই ধর্মে।।
কৃষ্ণধন তোমার পিতা, মাতা স্বর্ণলতা।
তাঁরাই ছিলেন তোমার স্নেহময় ছাতা।।
দাদা অরবিন্দ ঘোষ, ছিলেন তোমার গুরু।
সকল শিক্ষা তোমার, তাঁর থেকে শুরু।।
যুগান্তর দলের তুমি ছিলে পুরোধায়।
সশস্ত্র বিপ্লব ছিল তোমার পরিখায়।।
আলিপুর জেলা মামলায় ছিলে অগ্রণী।
রিভলভার চালাতে তুমি ছিলে অতি গুণী।।
বোমা তুমি ছোড়ো দ্রুত, নেই কোনো ভয়।
ইংরেজ মরুক সব, ভারত মাতার জয়।।
অনুশীলন সমিতি ছিল তোমারই প্রাণ।
ইংরেজ হত্যা প্রসারে, ছিল তোমার ধ্যান।।
ছিলে কবি তুমি বড়, সম্পাদকও ছিলে।
জীবন শেষে আধ্যাত্মবাদে তুমি চলে গেলে।
তুমি নেই, তুমি আছো, তোমাকেই স্মরি।
ছবি মাঝে তোমাকেই দেখি ত্বরা করি।।
১৫ জানুয়ারি বিপ্লবী বারীন ঘোষের জন্মদিনকে স্মরণ করে।

