নভেম্বর মাসের প্রথম রবিবার সেনবাড়িতে( পি ৭৮ লেক রোড) ‘আর্টিস্ট অ্যান্ড রাইটার্স ফোরাম’ আয়োজিত সান্ধ্য অধিবেশনের বিষয় ছিল “মহানায়িকা সুচিত্রা সেন”।এটি ছিল সংস্থার ১১৮ তম অনুষ্ঠান। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, অধ্যাপক,গায়ক শঙ্কর ঘোষ ছিলেন প্রধান বক্তা।
শিল্পীকে উপস্থিত দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সংস্থার চেয়ারপার্সন অর্পিতা ভট্টাচার্য। সুন্দর উদ্বোধন সংগীত তিনিই পরিবেশন করলেন। দর্শক ঠাসা সেনবাড়িতে মহানায়িকার জীবন ও কর্মকাণ্ড নিয়ে মনোজ্ঞ আলোচনা করলেন শঙ্কর ঘোষ। শোনালেন মহানায়িকার লিপের জনপ্রিয় বেশ কিছু গান।শ্রোতারা স্বভাবতই মন্ত্রমুগ্ধ হলেন । স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে দর্শকেরা শিল্পীকে অভিনন্দিত করলেন । সার্টিফিকেট ও মেডেল দিয়ে শিল্পীকে বরণ করে নিলেন সংস্থার সেক্রেটারি ড. কৃষ্ণদূত।

