modi metro rail

পাতাল রেলের তালে

মোদি সাহেব পতাকা নাড়ায়, চলল পাতাল রেল,
সেই না দেখে রাজনীতিতে থিয়েটারের বেল।
বলছে সবে গলা বাড়িয়ে, কৃতিত্ব সব আমার,
পাতাল রেলের স্বপ্ন দেখা, খুটিনাটি গ্রামার।
ইস্ট ওয়েস্ট মেট্রোর প্ল্যান দিদিই করেছিলেন?
বামপন্থী বুদ্ধবাবুও শিলা পুঁতে দিলেন।
সব নাকি ভাই তথ্য হেথায় ইতিহাসের ছবি,
ক্ষীনস্বরে সেই কৃতিত্ব চায়, অধীরবাবুর লবি।
মুকুলবাবুর স্মৃতি লোপ, তাই গিয়েছেন ভুলে-
নয়তো তিনিও জোরে বলতেন, হাতে মাইক তুলে।
আমি করেছি, আমার করা- মিথ্যে বলছে বাকি,
দিদি দাদা সব বলছে হেঁকে, সবাই দিচ্ছে ফাঁকি।
হাওড়া হয়ে শিয়ালদাতে, ছুটছে পাতাল রেল,
বুক ঠুকে সব রাজা দেখান, উন্নয়নের খেল।
সে কী বিষম ওরে ভায়া, উন্নয়নের গুঁতো,
ছাব্বিশে ভাই রাজ্যের ভোট, সেটাই আসল ছুতো।
তোমরা যারা পাত বসালে, খুড়লে যারা মাটি,
নামহীনের অবদান সব, সোনার মত খাঁটি।
গনি খানের পাতাল রেল, শুরু উনিশশো আশি।
দুই কুড়িতেও চির তরুণ, আজও হয়নি বাসি।
সেই মেট্রোর পরিবর্ধন- অরেঞ্জ, ব্লু, গ্রিন।
দ্রুত যাত্রায়, শহরে অগাধ- মেট্রো রেলের ঋণ।
হট্টগোল হইহই সব, বোকা বানানোর খেল।
কৃতিত্ব সব মাথায় রেখে, চড়বো পাতাল রেল।
দ্রুত যাত্রায় ক্লান্তি লাঘব, মেট্রো রেলের স্বাদ।
ভারতীয় রেল মন্ত্রককে দিই, অশেষ ধন্যবাদ।