ক্ষুধার্ত ঈগলের ঠোঁটে বিত্তের পৃথিবী তুলে দিয়েছি
জ্যোৎস্না গলাচাঁদ উপুড় হয়ে বসে থাকে প্রতিরাতে
নক্ষত্র রাজি রাতের অন্ধকারে বাদুরের শব্দ শোনায়
পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে
শুয়োরের মতো ঘোঁত ঘোঁত দাঁতাল হাওয়া
খাদ্যনালী সেলাই করে দিয়েছি
উলঙ্গ রুটি ভাতের কলহ বিবাদে
নির্লজ্জ ভুখা পাকস্থলীটা বয়কট করে দিয়েছি
সেই কবে।
কিছুই নেই
অভুক্ত ক্ষুধায় রাত কেটে যায়
ফুসফুসে ক্ষীণ শব্দ,হাড্ডিসার বুক
পাঁজরে রক্তাক্ত কঙ্কাল ক্যান্সার
শকুনের চোখ তাকিয়ে থাকে নীল আকাশে।