একদিন চাঁদ

ক্লান্ত পৃথিবী রাত্তির হলে ভালোবাসা নামে চাঁদের কোটরে; জ্যোৎস্না হাটের বিপণীগুলি       খুলে যায় থরে থরে- সাজানো-গোছানো আলপনাদল জোনাকি ডানায় ভয়-বিহ্বল …

অপ্রেম

ভালো থাকা কতটা সহজ  টান টান চাদরের মতো, না ছুঁলেই হলো  কেই বা প্রশ্ন করে কতটা প্রলয় স্বগত  বেশ চলে …

উপলব্ধিরা

শুধুই তো ব্যথারা নয়, আনন্দ-অভিমান-অভিযোগ- উদ্বেগ-অহংকার-ভাল বাসা ও অবশেষে  ঐ একই পথের যাত্রী, চলেছে চির বিস্মৃতির অন্ধকারে।  আচ্ছন্নতার মায়া ঘিরে …

একলা চলো রে

সময় ছিল ভেবেছিলাম ধরবে কলম এসে ধরলে কই লুকিয়ে থেকে নীরব রইলে বসে আড়াল করে সত্যটাকে গড়িয়ে যখন দিলে অবিশ্বাসে …

অজানার পথে

নিত্যদিনই এক অজানায় চলছি তুমি আমি, কর্মফলের  পানে চেয়ে থাকেন প্রভু স্বামী। যেদিন প্রথম ধরায় এলাম শুরু সেদিন থেকে , …

একটুকু ছোঁয়া লাগে

আত্মহত্যার প্রবণতা নদীর অহংকার। আবার, অহংকারের আত্মহত্যাকে নদী বলিস তুই। দু’দিকের যেদিকেই যাই না কেন, মরণ সুনিশ্চিত। মরণের উৎসবকে প্রেম …

শিরদাঁড়া বিভ্রাট

শিরদাঁড়া এক আজব যন্ত্র, তৈরি হাড় দিয়ে, তারে নিয়েই টানাটানি সব, বিচার তাই নিয়ে। শিরদাঁড়া নাকি কোনোটা শক্ত, কোনোটা অতি …