আত্মহত্যার প্রবণতা নদীর অহংকার। আবার, অহংকারের আত্মহত্যাকে নদী বলিস তুই। দু’দিকের যেদিকেই যাই না কেন, মরণ সুনিশ্চিত। মরণের উৎসবকে প্রেম বলেন অনেকে। অথচ, ভালোবাসার মৃত্যুদিনেও উৎসব হয় প্রায়শই। আজ অবধি এই দুই যুযুধান মোচ্ছবের যে কোনও এক পক্ষের হয়ে ময়দান মাতানো সম্ভব হয়ে ওঠেনি আমার দ্বারা, কারন বিনা আমন্ত্রণে এমনকী, নদীও আত্মহত্যা করতে পারে না ইচ্ছামতো।
আমন্ত্রণের অপেক্ষাকেই তো কবিতা বলেছিলি না তুই? অপেক্ষার আমন্ত্রণকে আমি না হয় প্রেম বলে ডাকলাম..