বঙ্কিমচন্দ্রের কলকাতাস্থ বাসভবনে ‘প্রাক্তনী’র অধিবেশন

গত ৮ এপ্রিল ছিল সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের তিরোধান দিবস। এই দিনটির স্মরণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তনী স্মরণ করল লেখককে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগার ভবনে। ৫ নম্বর প্রতাপ চন্দ্র লেন, কলকাতা ১২ , ঠিকানার এই ভবনে বঙ্কিমচন্দ্র তাঁর শেষ জীবন কাটিয়েছেন।

গ্রন্থাগার এবং প্রাক্তনীর সম্মিলিত উদ্যোগে অধিবেশনের শুরুতেই বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বন্দেমাতরম গান দিয়ে অনুষ্ঠানের সূচনা। সাহিত্যিকের উদ্দেশ্যে কথিকার নির্বাচিত অংশ পাঠ, গানের শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। অংশগ্রহণ করেন নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, অভিযান বন্দ্যোপাধ্যায়, দীপান্বিতা সেন, অপর্ণা ঘোষ বিশ্বাস, যীশু দাস, প্রবীর বসু, অভিনব গুপ্ত, শর্মিষ্ঠা সিনহা, গোপাল দাস, সুজাতা প্রান্থী সরকার, চকিতা চট্টোপাধ্যায় প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘প্রাক্তনী’র বর্তমান সম্পাদক শঙ্কর ঘোষ। স্টার থিয়েটারে দীর্ঘদিন চলা ‘কৃষ্ণকান্তের উইল’ নাটকে শঙ্কর ঘোষ বিনোদলালের চরিত্রে অভিনয়ের সূত্রে দুটি গান গাইতেন। সেই গান দুটি তিনি পরিবেশন করলেন সেদিনের অধিবেশনে। ধন্যবাদ জ্ঞাপন করলেন ওই গ্রন্থাগারের সভাপতি ভাস্কর ঘোষ।