ঘুমন্ত ঈশ্বর

ঈশ্বর তুমি ঘুমিয়ে আছো?
আর কতকাল…
এমনি করে মুখটি বুঁজে ওপাশ ফিরে, থাকবে শুয়ে?
বয়স তোমার অনেক হল, দৃষ্টিশক্তি কমেও এল,
তবুও মানুষ আজও কেন তোমার ওপর আস্থা রাখে!
এই পৃথিবীর মূর্খ মানুষ, তোমায় নিয়ে কী যে ভাবে!
কোন কাজেই নেই যে তুমি, তবুও মানুষ স্বপ্ন দেখে।

ঈশ্বর তুমি ঘুমিয়ে আছো?
নিষ্পাপ ঐ শিশুগুলো রক্তমেখে, বাবার কোলে এলিয়ে মাথা ঘুমিয়ে পড়ে,
তুমিও তখন ঘুমিয়ে থাকো, মরুক ওরা চিরতরে।
শয়তানেরাই থাকছে ভাল, আছে তোমার ছত্রছায়ায়,
মরছে কেবল শিশুগুলোই, রাজনীতির এই নির্মমতায়।

ঈশ্বর তুমি ঘুমিয়ে আছো?
আর কতকাল এমনি করে, ভাঁওতাবাজির মোড়ক দিয়ে
নির্বোধ এই মানুষগুলোর, মগজ ধোলাই করেই যাবে?
মরছে মানুষ, পুড়ছে শিশু, হিংসার এই দাবানলে,
বিশ্বাস আজ হারিয়ে গেছে, আজব তোমার বিচার দেখে।

ঈশ্বর তুমি ঘুমিয়ে আছো?
শিশুটি তার মাকে শুধায় ভাইটা আমার আসবে কবে?
মা যে কেবল তাকিয়ে থাকে ভাসিয়ে দিয়ে অশ্রুজলে
বাবার কাছেও প্রশ্ন করে, ভাইটা আমার আসবে কবে?
ভাইটি যে তার আসবে না আর, শুয়ে আছে সে মাটির তলে।

ঈশ্বর তুমি ঘুমিয়ে থাকো?