jaya seal dance program

জয়া শীল –এর নৃত্যানুষ্ঠান

নৃত্যশিল্পী জয়া শীল ঘোষের প্রযোজনা ও পরিচালনায় ‘‘অণ্ডাল দ্য ডিভাইন স্ট্রিং অফ লাভ’’ নিবেদিত হল টলি ক্লাব প্রেক্ষাগৃহে (১লা মার্চ)। সম্পূর্ণ দক্ষিণী ভাষায় ভরতনাট্যম আধারে নৃত্যনাট্যটি দক্ষিণী কাব্যে অণ্ডালনাম্নী দেবীকে নিয়ে রচিত যিনি উপাসিত লক্ষীএবং ভূমিদেবীর অবতার হিসাবে। লোকগাথা অনুযায়ী এক পুরোহিত তুলসী ঝোপের মধ্যে শিশু অণ্ডালকে খুঁজে গান এবং সন্তান হিসাবে লালন-পালন করেন। বয়ঃপ্রাপ্ত হয়ে সে কন্যা ভগবান বিষ্ণুর কৃষ্ণ রূপে আকৃষ্ট হয় এবং তাঁকেই মানসিক ভাবে বরণ করে নেয় জীবনের ধ্রুবতারা হিসাবে। নিত্য আরাধনা আর কুসুমাঞ্জলির মধ্যেই সে খুঁজে পায় শান্তি। ভক্তিপ্রাণ অণ্ডাল নারায়ণের মূর্তির সঙ্গে মালা বদল করে নিজেকে সমর্পণ করে। তার অসীম ভক্তি ও বি়ষ্ণুকে পাওয়ার উপলব্ধিই এই কাব্যনাট্যের উপজীব্য। জয়ার সহ শিল্পীরা প্রত্যেকেই দক্ষ এবং নিজ নিজ ভূমিকা নৈপুণ্যের সঙ্গে পালন করেছেন। তাঁর কাছে সুতালিমপ্রাপ্ত শিশুশিল্পীরাও প্রশংসনীয়। রমা বৈদ্যনাথনের সুযোগ্যা শিষ্যা জয়া নিজেকে উজাড় করে দিয়েছেন মুখ্য ভূমিকায়। তাঁর সৌন্দর্যময় নমনীয় মুদ্রাভঙ্গি, সুচারু ও বলিষ্ঠ নৃত্যভঙ্গিমা, সর্বোপরি অভিব্যক্তির যথার্থ পরিবর্তন নৃত্যবিন্যাস কে করে তোলে দৃষ্টিনন্দন। উল্লেখ্য, নৃত্যনাট্যটির সহ পরিচালক পঙ্কজ সিংহ রায়। কোরিওগ্রাফির কৃর্তিত্ব ডঃ শ্রীধর বাসুদেবন, পঙ্কজ সিংহ রায় ও জয়া শীল ঘোষের এবং সঙ্গীতাংশে সুধা রঘুরামন। এই ধরণের নৃত্যনাট্য উপস্থাপনার জন্য জয়ার অবশ্যই সাধুবাদ প্রাপ্য।