জলাভূমি

এক-একটি জলাভূমি
এক-একটি শহরের ফুসফুস

ফুসফুসের চারপাশে
দেহরক্ষীর ভূমিকায় নানা রঙের গাছ
শহরের নানান সমস্যা নিয়ে
কথা হয় গাছ ও জলাভূমির সাথে

কে বা কারা গাছেদের হাত কেটে দেয়
গাছ বুক ভরে সুগন্ধি ফুল দেয়
কেউ কেউ জলাভূমির মুখে রেখে যায় নোংরা
জলাভূমি মুখ বুঁজে
অসুস্থ শহরকে সেবা করে
শহরের মানুষের সুমতি কামনায়
মানত করে
নদীর কাছে, অরণ্যের কাছে

শহর ক্লান্ত হলে
পাশ ফেরে জলাভূমির দিকে
প্রেম চায়  
হাত ধরে হেঁটে যেতে চায় ঈশ্বরের কাছে

কে বা কারা জলাভূমি নিধন করে
গড়ে তুলতে চায় স্বর্গধাম আবাসন
ছুঁতে চায় আকাশের চিবুক

আবাসনে চাপা পড়ে যাওয়া
জলাভূমি চিৎকার করে
ঈশ্বর  এদের সুমতি দাও
এদের চেতনায় উদয় হোক শুভবুদ্ধির।