কলানিকেতনের চতুর্থ বর্ষ পূরণ আর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হল গত রবিবার ৯ মার্চ ২০২৫, যোধপুর পার্কের সূর্য সেন মঞ্চেı কলানিকেতনের বার্ষিক এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রারম্ভ হয় পরমেশ্বরকে স্মরণ করে ইন্দ্রানী চক্রবর্তীর ভজন গীতিতেı অনুষ্ঠানের মর্মাথকে স্থাপন করতে আচার্য্য নিরুদ্ধ রক্ষিত তার বক্তব্যে নারী দিবসের মহত্ব ও সমাজে তাদের অবদানের কথা বলেনı
পরবর্তী পরিবেশনায় শ্রীমতী কাশ্মীরা মজুমদার তার সুপরিচিত রামপুর আর গোয়ালিয়র ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতে সকল দর্শককে মন্ত্রমুগ্ধ করেনı তাঁকে সঙ্গীত নিবেদনে সুসহযোগ করেন তাঁর শিষ্যা সুরভী চ্যাটার্জী ও শিষ্য অভিজ্ঞান চ্যাটার্জী ı
অনুষ্ঠানে বৈচিত্র এনে দেয় সফিয়ানা দ্য আর্ট উইদিন সংস্থার সদস্যরা তাদের ভরতনাট্যম প্রভাবিত নৃত্যশৈলীর মাধ্যমে। অনুষ্ঠানের শেষার্ধে দর্শকদের মন জয় করে নিলেন শর্মিলা দত্ত। তাঁর সেতার বাদন ও গৌতম রায়ের সন্তুরে বাদনের অপূর্ব শাস্ত্রীয় সংগীতের রাগ পরিবেশনায়ı উভয়েরই সঙ্গতে তবলায় ঝড় তুলে দেন সমীর রায়চৌধুরীı
এই সম্পূর্ণ অনুষ্ঠান প্রযোজনা, পরিচালনা ও পরিবেশনা একা হাতে সামলানোর জন্য সকলে কলানিকেতন শিল্পী গোষ্ঠীর, প্রতিস্থাপিকা নূপুর নন্দীকে একস্বরে কুর্ণিশ জানায়ı