konika

জন্মশতবর্ষে কণিকা

তাঁর অণিমা নামটি পরিবর্তন করে রবীন্দ্রনাথ রাখলেন কণিকা। আশ্রমকন্যা কণিকার ডাকনাম মোহর। অবন ঠাকুর তাঁকে ডাকতেন ‘আকবরী মোহর’ বলে । আর সর্বসাধারণের কাছে তিনি পরিচিত রবীন্দ্রসঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় হিসেবে।

গত এক বছর ধরে শিল্পীর জন্মশতবর্ষ পালন হল দেশজুড়ে। শান্তিনিকেতন, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে কণিকা বন্দ্যোপাধ্যায়কে স্বরণ করলেন তাঁর অনুরাগী এবং ছাত্র-ছাত্রীরা। জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চারুবাসনার উপেন্দ্রকিশোর সভাঘরে। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা চিত্রশিল্পী যোগেন চৌধুরী স্বয়ং।

গত ১৪ অক্টোবর সন্ধায় অনুষ্ঠানে গানে, কথায় সবার প্রিয় মোহরদিকে শ্রদ্ধা নিবেদন করে সংগীত পরিবেশন করেন রঞ্জিনী মুখোপাধ্যায়, অরিজিৎ মৈত্র ও অনন্যা ভাস্কর। অতীতের স্মৃতি রোমন্থন করেন প্রাক্তন পুলিশ আধিকারিক সন্ধি মুখোপাধ্যায়। রঞ্জিনীর কণ্ঠে, ‘আজ যেমন করে গাইছে আকাশ’ এবং ‘আমি মারের সাগর পাড়ি দেব’ কণিকাধারার ঐতিহ্যকে বহন করে। অরিজিৎ মৈত্রর কণ্ঠে, ‘বিপুল তরঙ্গ রে’ এবং ‘আমার মুক্তি আলোয় আলোয়’ শ্রোতাদের কাছে সমাদৃত হয়। অনন্যা ভাস্কর সোনালেন, ‘তোমরা যা বল তাই বল’। অনন্যার গান এবং এসরাজবাদন উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। সন্ধি মুখোপ্যাধ্যায়ের কথায় অতীতের শান্তিনিকেতন এবং তার আশ্রমকন্যা কণিকা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল।

শারীরিক কারণে অনুপস্থিত যোগেন চৌধুরী লিখিত কণিকা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশস্তিপত্র পাঠ করে শোনালেন অরিজিৎ মৈত্র। শেষে প্রদর্শন করা হল গৌতম ঘোষ নির্মিত তথ্যচিত্র ‘মোহর’।