গত ২৬ অক্টোবর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার সেন বাড়িতে (পি ৭৮ লেক রোড) ‘কথা কই ফাউন্ডেশন’-এর অধিবেশনে শতবর্ষের প্রাক্কালে উত্তমকুমারকে স্মরণ করা হল।
আলোচনার বিষয় ছিল ‘বহুরূপে উত্তমকুমার’। বক্তব্য রাখলেন প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা, অধ্যাপক , গায়ক , চলচ্চিত্র গবেষক শঙ্কর ঘোষ । শঙ্কর ঘোষ তাঁর বাল্যকালে উত্তমকুমারের সঙ্গে দুটি ছবিতে ( নতুন তীর্থ এবং স্ত্রী ) অভিনয় করেছিলেন। দর্শকদের সঙ্গে শিল্পীর পরিচয় করিয়ে দিলেন অনুষ্ঠানের আহ্বায়িকা অর্পিতা ভট্টাচার্য । শুরুতে তিনিই পরিবেশন করলেন দুটি অপূর্ব গান। নানান উপহারে শিল্পীকে প্রথমে বরণ করে নেওয়া হল। শঙ্কর ঘোষ এদিন দেড় ঘন্টা জুড়ে উত্তমকুমার সম্পর্কে নানান অজানা তথ্য পরিবেশন করলেন । স্বতঃস্ফূর্ত সেই বক্তৃতা। বক্তব্যের সূত্র ধরে শোনালেন উত্তমকুমার অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় সব গান। দর্শকদের উচ্ছ্বাস ছিল লক্ষ করার মতো। সমবেত শ্রোতৃমন্ডলী তুমুল করতালিতে অভিনন্দিত করলেন শঙ্কর ঘোষকে। সেনবাড়ির শ্রীমতী কৃষ্ণা সেন আগাগোড়া উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করলেন। ‘উত্তম’ নামাঙ্কিত বইটি লেখক শঙ্কর ঘোষ কৃষ্ণা সেনের হাতে তুলে দিলেন।

