মৌন পারাপার মেঘ বসুSeptember 22, 2024September 22, 2024কবিতা পোস্ট ভিউ: 1,642 সময় হল সুদূর ভেঙে লেখার দিকে যাওয়া অথচ তুমি বসেই আছ নিরুত্তরে,অনুচ্ছাসে বলের মতো সূর্যটাকে ঢিবির থেকে গড়িয়ে দিলে খাদে! অবিশ্বাসে সন্ধে এসে অন্ধকারে রটিয়ে গেল পাড়া! দুদিন নাকি নিখোঁজ তুমি? পাত্তা নিয়ে হারিয়ে গেছে প্রণয়গামী হাওয়া!