সুভাষ বোস, সুভাষ বোস তোমার কাছে যাবো-
বলতে পারো কোথায় গেলে, তোমার খবর পাবো?
কোথায় তোমার আজাদ হিন্দ, এই কি তোমার দেশ?
কাদের জন্য চেয়েছো রক্ত? নিয়েছো সেনার বেশ।
সাহেব তোমায় ভয় পেয়েছে, শত্রু ভেবেছো যারে,
আজও তোমার বীরগাথা, ছড়িয়ে পথের ধারে।
ঈশ্বর বুকে, সব জাতি নিয়ে-ধরেছো সবার হাত,
মৃত্যুহীন অজেয় অমর, তুমিই বীরের জাত।
রাজনেতা সবে জানতে দিল না, কোথায় তোমার শেষ-
আজও তুমি বেঁচে জাতির হৃদয়ে, নেই মৃত্যুর লেশ।
তুমি রয়ে যাবে বীরগাথা মাঝে, ওহে বীর সন্ন্যাসী-
প্রণমি তোমায় সূর্যোদয়েতে, তোমাকেই ভালোবাসি।