ক্লান্ত পৃথিবী রাত্তির হলে
ভালোবাসা নামে চাঁদের কোটরে;
জ্যোৎস্না হাটের বিপণীগুলি
খুলে যায় থরে থরে-
সাজানো-গোছানো আলপনাদল
জোনাকি ডানায় ভয়-বিহ্বল
মাটিতে পড়ে বিকৃতির ভারে
যতটা পারে তবুও উঠছে ফুটে!
কম-বেশি কিছু চাহিদার প্রাণে
মদিরতা পরিমাণে-
জ্যোৎস্নার কণা বিকোতে বিকোতে
একদিন চাঁদ জুড়িয়ে গেলে-
ভালোবাসাগুলি মৃত সমুদ্রের
লবণাক্ত জীবাশ্মে
থেকে যাবে অভিমানে!