অষ্টাদশী হাওয়ার দুপুর

আমাদের চিরকুটে লেখা হয় ফুল
মনে ঘ্রাণ হাওয়ায় ঘোরে এলোমেলো
 যতই লুকোই তাকে প্লাবিত দুকুল
ভেসে যায় তীব্র নৌকো- টান দাও যত।

লুকোনো থাকেনা কিছু ইশারায় পুড়ি
উড়লে নীল আঁচল অপেক্ষার বাঁকে
ঠোঁটেতো কালবোশেখি জিহ্বা বালিয়ারি
নিশ্বাসের ওঠানামা, শিকারির ফাঁদে।

গোপনে দুঃসাহসী খুব মেঘের মেয়ে
বাঁকে আচমকা আলো, বিজলি চলন ;
কাশির সিরাপ পান করি ছিপি খুলে
সর্দিগর্মি তুমি বিছানায় তিনদিন।।

তাপমান লু পর্যায়ে, ছিঁড়ছে শিকল
ঝাউবনে ধুলোঝড় তুমি অবিকল!