খোকা খুকুর ব্যথা

শোন খোকা শোন খুকু
বলে যাই কথাটুকু
পড়ার সাথে খেলাধুলা কর,
অলসতা দূরে রাখে
দেহ মন ভালো থাকে
শৃঙ্খলা মেনে তাই ধর।

“খেলতে তো ভালো লাগে
বাবা বকা দেয় রাগে
সাথে মাতা মারে পিঠে চড়,
শুধু করি লেখাপড়া
খেলাধুলা স্বপ্ন ভরা
খেলা মাঠ ভাবে বুঝি পর।

নাহি জানি কোন দোষে
পিতামাতা থাকে রোষে
খেলা মাঠে গেলে রাগ করে ,
চুপচাপ বসে থাকি
মনে ব্যথা চেপে রাখি
মাঝে মাঝে দেহে রোগ ধরে।”