Aurora

অরোরা বোরিয়ালিস

অরোরা বোরিয়ালিস

হারম্যান মেলভিল
ভাষান্তর: গৌতম চক্রবর্তী
ছবি:সংযুক্তা ভুইঞা

মে ১৮৬৫, শান্তিচুক্তির পর সেনাবাহিনীর অবসান স্মরণে

কোন শক্তি থামায় উত্তরের আলোকে
তাদের ইস্পাত-কেলির পর?
একাকী প্রহরী অনুভব করে
প্রকৃতির প্রভাবের ভয়।
যেমন সে দেখেছিল
শীতল তিমিরে আচমকা সেই
সালোক উত্থান—
পিছু হটা আর এগিয়ে আসা
(যেন নিয়তির গড়িমসি),
পরিবৃত্তি ও পরিবর্ধন—
আর রক্তবরণ রশ্মি।

ভূতুড়ে সেই সেনাদল অদৃশ্য,
বিলীন বিভব ও ভয়।
ইঙ্গিত বা প্রতিশ্রুতি—পথ ছেড়ে দেয়
বিবর্ণ, শান্ত প্রভাতকে।
আসা আর যাওয়া—
সমান বিস্ময়কর—
মনে হয় ঈশ্বরীয়
আদেশ ও নিয়ন্ত্রণে
শত সহস্র তলোয়ারের দ্যুতি,
সমাবেশ আর বিভাজন—

আনিশাপ্রভাত।