praktani remembering rabindra and nazrul

রবীন্দ্র-নজরুল স্মরণে ‘প্রাক্তনী’

গত ৩  জুন মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের “প্রাক্তনী”র তরফ থেকে রবীন্দ্র নজরুল স্মরণানুষ্ঠান উদযাপিত হল আশুতোষ ভবনের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামাঙ্কিত ২০৯ নম্বর ঘরে। সভ্যসভ্যারা রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, তাঁদের কবিতা এবং বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে স্মরণীয় করে তুললেন এই অনুষ্ঠান। শুরুতে উদ্বোধনী সংগীত অপর্ণা ঘোষ বিশ্বাসের কন্ঠে। সভাপতি নিরঞ্জন বন্দোপাধ্যায় রবীন্দ্রনাথের মানুষের ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করলেন। সভ্যসভ্যারা এবং অতিথিদের মধ্যে যাঁরা অংশগ্রহণ করেছিলেন তাঁদের মধ্যে রয়েছেন দীপান্বিতা সেন ,অভিযান বন্দ্যোপাধ্যায় ,যীশু দাস, কৃষ্ণপদ দাস ,সুস্মিতা দাস ,শর্মিষ্ঠা সিনহা, বরুণ দাস, চকিতা চট্টোপাধ্যায়, গোপাল দাস ,বিভাস দে প্রমুখ। “প্রাক্তনী”র বর্তমান সম্পাদক শঙ্কর ঘোষ সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ।তিনি ধন্যবাদ জ্ঞাপনের কাজটি করলেন এবং তিনি শোনালেন রবীন্দ্রনাথ এবং নজরুলের দুটি গান।