উপলব্ধিরা

শুধুই তো ব্যথারা নয়,

আনন্দ-অভিমান-অভিযোগ-

উদ্বেগ-অহংকার-ভাল বাসা ও

অবশেষে  ঐ একই পথের যাত্রী,

চলেছে চির বিস্মৃতির অন্ধকারে।

 আচ্ছন্নতার মায়া

ঘিরে রাখে,ঢেকে রাখে মন,

যেন আপাত জগত্ ই

সত্য,(হা হা হা)।

অথচ এই মুহুর্ত টি ছাড়া

অন্য সব  অনিত্য–

এ তত্ত্ব, এ বোধ আসবে কখন তোমার চেতনায়?

“তফাত যাও….

সব ঝুট হ্যায়।

সব ঝুট হ্যায়।”