রঙিন পৃথিবী

এই তো গুটিকতক দিন

ওদের চলে যেতে দিও না।

কথা দাও নীলরঙা পৃথিবীর বুকে ভোরের কমলা আকাশ দেখতে দেখতে ওদের আশ্লেষে মেখে নেবে।

ভরা বসন্তে গাছেদের চপলতা দু’চোখ ভরে দেখি,

এই ব্যস্ত সংসারে ওরা কেমন ভালোবাসা জমিয়ে রেখেছে মাটির গভীরে।

দু’হাত বাড়িয়ে দিলেই কাঁচামিঠে রোদ্দুর এসে বসে ডালপালায়। ভরপুর আলোছায়ায় ডুবে থাকা কবিতার মতো এ জীবনে সপ্তসুর ভেসে আসে।

জানলা দিয়ে দেখি দূরের আকাশে শতছিন্ন মেঘ ভেসে চলেছে। কালবৈশাখী আসে কচিৎ ,তাকে ঘিরে বেঁচে থাকা ইচ্ছেরা ডানা মেলে দেয় বহুদূরে অনন্ত নীলে…