গত ২ সেপ্টেম্বর চিত্রশিল্পী শমীক দে-এর একক প্রদশর্নীর উদ্বোধন হয়েছিল বিড়লা আকাদেমিতে। উদ্বোধন করেছিলেন প্রখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল এবং শিল্পপিত বিবেক কাজারিয়া। প্রদর্শনীর শিরোনাম ইকোজ অফ দ্য ইটারনাল। চলনসই বঙ্গানুবাদে চিরন্তনের প্রতিধ্বনি।প্রদর্শনীর মুখ্যভাগ জুড়ে ছিল মা শমীক দে-এর আঁকা মা দুর্গা নানান আঙ্গিকের ছবি।
আসলে মা দুর্গা এক চিরন্তন মাতৃমূর্তি, যা আমাদের হৃদয়ের পদ্মাসনে চির জাগরূক হয়ে থাকে। কেবল শরত এলে মনে হয়… হৃদয়ে ছিলে জেগে, দেখি আজ শরত মেঘে…।শমীকের চিত্ররেখায় আমাদের সেই মাতৃমূর্তিই ফুটে উঠল।
প্রদর্শনীর সময়ের ব্যাপিত ছিল সপ্তাহকাল। প্রদর্শনীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছিল আ লিফ অন অ্যান আইকন নামে বইটি। প্রকাশ করেন প্রখ্যাত চিত্রশিল্পী শুভাপ্রসন্ন এবং শিপ্রা ভট্টাচার্য।