শরৎচন্দ্রের মৃত্যুর দিন (১৬ জানুয়ারি) শোকে মূহ্যমান কবির বক্তব্য অথবাতার দু’দিনের মধ্যে শান্তিনিকেতনে বিশ্বভারতীর উপাচার্য শ্রীযুক্ত চারুচন্দ্রদত্তের সভাপতিত্বে শোক-সভা সেই শ্রদ্ধাকেই আরও স্থায়ী করে। প্রসঙ্গত বলেরাখা ভাল, অধ্যাপক গুরুদয়াল মল্লিক সেই সভায় গুরুদেবের নির্দেশ মতোঘোষণা করেন, ‘পরলোকগত মহাত্মার প্রতি সম্মানেরনিদর্শনস্বরূপ…আগামী সোমবার প্রতিষ্ঠান বন্ধ থাকিবে।’