যখন রিচার্ড এটেনবরা “গান্ধী” ছবিটি এইখানে নির্মাণ করছেন তখন সেখানে শেখর চট্টোপাধ্যায় সুযোগ পেয়েছিলেন সুরাবদ্দির চরিত্রে অভিনয়ের। বেশ কয়েকটি হিন্দি ছবিতে তিনি কাজ করেছেন। শ্যাম বেনেগাল পরিচালিত হরি হন্ডল বর্গাদার, অনুগ্রহম, কন্ডুরা প্রভৃতি ছবিতে তিনি অভিনয় করেছেন।তাঁর গল্প ও চিত্রনাট্য নিয়ে মঞ্জু দে ছবি পরিচালনা করেছিলেন “স্বর্গ হতে বিদায়”।