পূর্ববঙ্গ ও রবীন্দ্রনাথ

রক্তাক্ত দেশভাগ সত্ত্বেও রবীন্দ্রনাথের গান তাঁর একদা কর্মভূমি পূর্ববঙ্গে প্রাণের গান হয়ে ওঠে৷ সেই গান হয় প্রতিবাদের ভাষা, পূর্ববঙ্গের নিজের সংস্কৃতিকে ফিরে পাওয়ার আশা, ও সর্বোপরি আত্মপরিচয়কে স্বমহিমায় প্রতিষ্ঠা করার প্রবল সক্রিয়তা৷