বইমেলায় গিল্ড - এর জীবনকৃতী সম্মান প্রদান সাহিত্যিক আবুল বাশারকে

স্মৃতি-সঞ্চয়িতা বইমেলা

বইমেলায় স্মৃতির সঞ্চয় এক একজনের ক্ষেত্রে এক একরকম| আটচল্লিশতম বইমেলায় গিল্ড –এর পক্ষ থেকে ‘জীবনকৃতী সম্মান’ পেয়েছেন সাহিত্যিক আবুল বাশার| বাবার এই সম্মানপ্রাপ্তির উপলক্ষ কীভাবে উপভোগ করলেন? মায়ের সঙ্গে প্রথম বইমেলায় আসার কী স্মৃতি ধরা রয়েছে মনে? এইসব নিয়ে কলম ধরলেন আবুল বাশারের কন্যা বিম্বিতা বাশার।