‘সাজানো বাগান’ ফেলে চলে গেলেন ‘বাঞ্ছারাম’

হেমন্তের এক পাতাঝরা সকালে ‘সাজানো বাগান’ ফেলে রেখে না ফেরার দেশে চলে গেলেন ‘বাঞ্ছারাম’ মনোজ মিত্র| তাঁর একাধিক প্রয়াণ সংবাদে ‘বাগান’ শব্দটির বারংবার ব্যবহার ক্লান্তিকর ঠেকতে পারে| মনে হতে পারে মনোজ মিত্রের সৃষ্টির ফসল কি কেবল ওই ‘সাজানো বাগান’টিতেই ফলেছে? আর সেই বাগানের সম্পত্তির মালিকানার সূত্রে একমাত্র ‘বাঞ্ছা’র টাইপকাস্টেই কি মনোজ মিত্রের অন্য সব পরিচয় ঢাকা পড়ে গিয়েছে?