তবে এই মুহূর্তে পৃথিবীর বুকে পা রাখলেও সুনীতার মনে মহাকাশের জন্য মন কেমন থাকবেই। এই নিয়ে তৃতীয়বার মহাকাশে পাড়ি দিলেন। চার ধরনের মহাকাশযানে পাড়ি দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সুনীতার, যা এই মুহূর্তে আর কারোর নেই । তাই সুনীতা উইলিয়ামস এই পৃথিবীতে জন্ম নিলেও মহাবিশ্বে মহাকাশেই তাঁর বিস্ময় ভ্রমণ। মহাকাশে উড়ানেই তাঁর স্বপ্ন।
